• মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

logo-Left পার্বতীপুর পৌরসভা দিনাজপুর ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

পৌরসভা পরিচিতি

পৌরসভার সংক্ষিপ্ত বিবরণ

অত্রপার্বতীপুর পৌরসভার জন্ম ১৯৭২ ইং সালে। এই পৌরসভা গঠনের পূর্বে শহর পরিষদনামে পরিচিত ছিল ১৯৭১ ইং সন পর্যন্ত, এবং ১৯৬২ ইং সনে ৬ নং আরজী আটরাইইউনিয়ন কাউন্সিলকে শহর পরিষদ নামে গঠন করা হয। এই শহরে জন সংখ্যা প্রায়অর্ধ লক্ষের কম নয়। ইহাকে অবাঙ্গালী অধ্যুষিত এলাকাও বলা যায়। ১৯৭১ এরপূর্বে বাঙ্গালীর বসবাস ছিল অত্যন্ত সীমিত। স্বাধীনতা যুদ্ধের সময় পাকহানাদার বাহিনী ও স্বাধীনতা বিরোধী চক্র এই শহর কে ধ্বংস যজ্ঞে পরিনত করেএবং শহরে অবস্থিত সকল ঘর-বাড়ী, দোকান পাঠ, ব্যবসা বানিজ্য প্রতিষ্ঠান, কল-কারখানা সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। দীর্ঘ ৯ মাসযুদ্ধের পর যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে তার কিছুদিন পরেই পার্বতীপুরপৌরসভার জন্ম হয় ৩য় শ্রেনীর পৌরসভা হিসাবে। পরবর্তীতে ১৯৯৯ ইং সালে এইপৌরসভাকে ২য় শ্রেনীতে উন্নিত করা হয়। এক কথায় বলা যায়, পার্বতীপুরপৌরসভা সামর্থহীন-সম্বলহীন অবস্থায় জন্ম গ্রহন করে। জন্মের পর আজ এইপৌরসভা ৩৫ বছর বয়সে পা দিল। শূন্য থেকে শুরু হলেও পর্যায়ক্রমে উন্নয়নেরধারাবাহিকতায় পার্বতীপুর পৌরসভা আজ মাথা তুলে দাড়াতে সক্ষম হয়েছে।

পার্বতীপুর পৌরসভার উন্নয়ন মূলক কর্মকান্ড

পার্বতীপুরপৌরসভার উন্নয়ন মূলক কর্মকান্ডের মধ্যে এম,এস,পি প্রজেক্টের আIতায় নির্মিতপার্বতীপুর বাস টার্মিনালটি অন্যতম। এছাড়াI পৌরসভার অন্তভূক্ত প্রায় সকলরাস্তা নির্মান/মেরামত করন, শহরের পয়-নিস্কাসনের/জলাবদ্ধতা নিরসনের জন্যবিভিন্ন স্থানে মাস্টার ড্রেন নির্মান, পৌর মার্কেট, মহিলা বিপনীক্রেন্দ্র, পৌরসভার অবহেলিত সবজী বাজার (কিচেন মার্কেট) আধুনিক করন, আধুনিক মুরগী মার্কেট, চাউলমার্কেটবিভিন্ন স্থানে আধুনিক শৌচাগার, মাছের পোনা বিক্রয়ের জন্য সেডনির্মান এবং ষ্টেডিয়াম নির্মান , স্বাস্থ্য সেবা ক্লিনিক, প্রতিটি ওয়াডে ওয়াড হেলথ কমিটি ও কমিটির কাযালয়, টিএলসিসি ও ডাবলু এল সিসি কমিটি সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ইতিপূর্বেসফল ভাবে সম্পন্ন হয়েছে। ১৯৭৯-১৯৮০ সালের দিকে উপজেল পরিষদের আIতায়পার্বতীপুর পৌরসভার অন্তভূর্ক্ত ৮নং Iয়ার্ডের একটি অডিটেরিয়াম কাম পার্লিকলাইব্রেরী নির্মিত হয়েছিল। ২০০৪-২০০৫ অর্থ বছরে উক্ত অডিটরিয়ামটি সম্পূর্ণপরিত্যাক্ত I বিধবস্থ অবস্থায় পার্বতীপুর পৌরসভার নিকট হস্তান্তর করে।২০০৫-২০০৭ অর্থ বছরে উন্নয়ন প্রকল্পের আIতায় সম্পূর্ণরূপে সঙস্কার করেঅডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে রূপান্তর করা হয় যা পার্বতীপুর পৌর পরিষদপরিচালনা I রক্ষনা-বেক্ষন করে আসছে। বিগত বছরে এ,ডি,পি প্রকল্পের কাজসুষ্টভাবে সু-সম্পন্ন হয়। পরবর্তীতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পৌরসভারবিভিন্ন Iয়ার্ডে রাস্তা, ঘাট, কালভার্ট, ড্রেন, পাবলিক টয়লেট ইত্যাদিউন্নয়নমূলক কাজ অত্র পৌরসভার সম্পন্ন হয়।

প্রশাসক
মোঃ সাদ্দাম হোসেন
বিস্তারিত

Govt. Forms

কেন্দ্রীয় ই-সেবা

গুরুত্বপূর্ণ লিংক

মোট পরিদর্শক

32230
Visit Today : 69
Visit Yesterday : 128
This Month : 1946
Total Visit : 32230
Total Hits : 190124

জরুরি হটলাইন

 Hotline

মাস্ক পরুন সেবা নিন

সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে:   23-03-2025 08:52:21

    • সামাজিক যোগাযোগ
    •  
    •  
    •  
  • ডিজাইন & ডেভেলপড বাইঃ এফএলআইটিঃ ০১৮৭২৭৮৮৫৯২ / ০১৭২৯৭২৪২৩২