পৌরসভার দায়িত্ব ও কার্যাবলী
বাংলাদেশের সকল পৌরসভা স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে থাকে। উক্ত আইনের আওতায় নওহাটা পৌরসভার দায়িত্ব ও কার্যাবলী নিম্নে বর্নিত হলঃ
ক) পৌরসভার দায়িত্বঃ
১) ¯^-¯^ এলাকা র্ভুক্ত নাগরিকগনের এই আইন ও অন্যান্য আইনের দ্বারা প্রতিষ্ঠিত বিধান অনুসারে সকল প্রাকার নাগরিক সুবধা প্রদান করা;
২) পৌর প্রশাসন ও সরকারি কর্মকর্তা ও কর্মচারীগনের মধ্যে সাধন এবং সমšি^ত কার্যক্রম গ্রহন করা;
৩) পৌর এলাকায় নাগরিকগনের পৌরসেভা প্রদানের ল¶্যে অবকাঠামোগত উন্নয়ন, ইমারত নিয়ন্ত্রণসহ নগর উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন ও বা¯—বায়ন করা; এবং
৪) নাগরিক নিরাপত্তা ও জনশৃক্সখলা র¶া করা।
খ) পৌরসভার মূখ্য কার্যাবলীঃ
১. আবাসিক, শিল্প এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য পানি সরবরাহ;
২. পানি ও পয়ঃ নিস্কাশন;
৩. বর্জ্য ব্যবস্থাপনা;
৪. অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের ল¶ে পরিকল্পনা প্রণয়ন;
৫. যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে রাস্তা,ফুটপাথ, জনসাধারনের চলাচল, যাত্রী এবং মালামালের সুবিধার্থে টার্মিনাল নির্মাণ;
৬. জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এ প্রদত্ত কার্যাবলী;
৭. পরিবহন ব্যবস্থাপনার সুবিধার্থে ট্রাফিক ব্যবস্থাপনার পরিকল্পনা, পথচারীদের সুবিধার্থে যাত্রী ছাউনী, সড়ক বাতি, যানবাহনের পার্কিং স্থান এবং বাস স্ট্যান্ড বা বাস স্টপ এর ব্যাবস্থা করা;
৮. নাগরিক ¯^াস্থ্য ও পরিবেশ র¶নাবে¶ণ , বৃ¶রোপন ও র¶নাবে¶ণ;
৯. বাজার ও কসাইখানা স্থাপন এবং ব্যাবস্থাপনা;
১০. শি¶া, খেলাধুলা, চিত্ত বিনোদন, আমোদ প্রমোদ এবং সাংস্কৃতিক সুযোগ সৃষ্টি প্রসারে সহয়তা, পৌর এলাকার সৌন্দর্য্য বৃদ্ধি।
গ) সরকারের প্রদত্ত আদেশ দ্বারা অর্পিত অন্যান্য কার্যাবলী
১. সরকার কর্তৃক প্রদত্ত কার্যাবলীঃ এই আইনে প্রদত্ত কার্যাবলী ব্যতীত সরকারের অনুমোদক্রমে প্রাথমিক শি¶া, প্রতিরোধ ও নিরাময়মূলক ¯^াস্থ্য ব্যবস্থা, পরিবহণ, অগ্নি প্রতিরোধ ও অগ্নি নিরাপত্তা এবং পৌর এলাকার দারিদ্র্য দূরীকরণ, ইত্যাদি যে কোন দায়িত্ব ও কার্য পৌরসভা সম্পাদন করবে।
২. পৌরসভার বার্ষিক প্রতিবেদনঃ পৌরসভা প্রত্যেক বছর সরকার কর্তৃক নির্ধারিত ফরমে ও পদ্ধিতিতে পৌরসভার কার্যক্রমের প্রশাসনিক প্রতিবেদন প্র¯ত্তত করবে এবং পরবর্তী বৎসরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে উহা প্রকাশ করবে।
৩. নাগরিক সনদ প্রকাশঃ এই আইনের আওতায় গঠিত নওহাটা পৌরসভা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন প্রকারের নাগরিক সেবা প্রদানের বিবরণ , সেবা প্রদানের শর্তসমূহ এবং সময় সীমার মধ্যে সেবা প্রদান নিশ্চিত করার বিবরণ প্রকাশ করবে যা ”নাগরিক সনদ”(ঈরঃরুবহ ঈযধৎঃবৎ) বলে অভিহিত হবে।
৪. উন্নততর তথ্য প্রযুক্তির ব্যবহার ও সুশাসনঃ প্রত্যেক পৌরসভার সুশাসন নিশ্চিত করার ল¶্যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে উন্নততর তথ্য প্রযুক্তি ব্যবহার করবে। পৌরসভা নাগরিক সনদে বর্নিত আধুনিক সেবা সংক্রাš— বিষয়সহ সরকারিভাবে প্রদত্ত সকল সেবার বিবরণ উন্নততর তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের জ্ঞাত করার ব্যবস্থা করবে।
৫. পৌরসভা কর্র্তৃক স্থায়ী কমিটি গঠনঃ পৌরসভা গঠিত হওয়ার পর প্রথম সভায় অথবা তৎপরবর্তী কোন সভায় কার্যপরিধি ও আড়াই বছর মেয়াদ নির্ধারন করে বিধি অনুযায়ী নিæবর্ণিত স্থায়ী কমিটি গঠন করবে, যথাঃ-
১ | : | সংস্থাপন ও অর্থ; |
২ | : | কর নিরূপণ ও আদায়; |
৩ | : | হিসাব ও নিরী¶া; |
৪ | : | নগর পরিকল্পনা , নাগরিক সেবা ও উন্নয়ন; |
৫ | : | আইন-শৃক্সখলা ও জননিরাপত্তা; |
৬ | : | যোগাযোগ ও ভৌত অবকাঠামো; |
৭ | : | মহিলা ও শিশু |
৮ | : | মৎস্য ও পশু সম্পদ; |
৯ | : | তথ্য ও সংস্কৃতি; এবং |
১০ | : | বাজার মূল্য পর্যবে¶ন, মনিটরিং ্র নিয়ন্ত্রণ। |
Govt. Forms
কেন্দ্রীয় ই-সেবা
গুরুত্বপূর্ণ লিংক
মোট পরিদর্শক





![]() |
![]() |
![]() |
![]() |
![]() |